Top

কাশ্মেরীটলা মোড়ে স্বপ্ন’র ২৭২তম আউটলেট

০২ ডিসেম্বর, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
কাশ্মেরীটলা মোড়ে স্বপ্ন’র ২৭২তম আউটলেট
নিজস্ব প্রতিবেদক :

রাজধানী লালবাগের কাশ্মেরীটলা মোড়ে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

সম্প্রতি নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নর রিজিওনাল হেড অব অপারেশন সমীর ঘোষ সানী ও রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ মঈনউদ্দিন কাজিমসহ আরও অনেকে। এটি স্বপ্নর ২৭২তম আউটলেট।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। লালবাগ কাশ্মেরীটলা মোড়ে অনেকদিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করতে পারবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানান অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন এই আউটলেটের পুরো ঠিকানা : ১৬৬/১, লালবাগ রোড, লালবাগ, ঢাকা।

শেয়ার