Top

ক্লাস পার্টি বন্ধের দাবি অভিভাবকদের

০৩ ডিসেম্বর, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
ক্লাস পার্টি বন্ধের দাবি অভিভাবকদের
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলাজুড়ে স্কুলে স্কুলে চলছে ক্লাস পার্টি,দ্রব্য মূল্যের উর্ধ্বমুখীতে সন্তানের আবদার মিটাতে ত্যাক্ত-বিরক্ত অভিভাবকরা। লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রাথমিক ও হাইস্কুলে র‍্যাগ ডে’র মতো না হলেও প্রাথমিকের গন্ডি শেষ হতে না হতেই শুরু হয়েছে পশ্চিমা সংস্কৃতির আদলে গড়ে উঠা ‘ক্লাস পার্টি ‘। প্রাথমিক ও মাধ্যমিকের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল শেষের দিন এই ক্লাস পার্টিতে জোর করার অভিযোগ উঠেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে।

সরেজমিন যেয়ে দেখা যায়, লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ, সদর, কমলনগরের বিভিন্ন এলাকায় প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার ক্লাস পার্টির আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায়, স্কুল শিক্ষকরা তাদেরকে বাসা থেকে খাবার রান্না করা, চাঁদা তুলে কেক কাটার প্রোগ্রাম আয়োজনের এক প্রকার বাধ্য করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, আমার বাবা একটা ছোট চাকুরী করেন। আমি বাবাকে বললে রাজী হয়েছে। কিন্তু তবুও সংসার চালাতে কষ্ট হয়। অন্য সহপাঠীদের ও শিক্ষকদের কাছে যেন লজ্জা না পাই তাই হাসিমুখে দিয়ে দেয়।

রায়পুর স্টেশন মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আমরা স্কুল থেকে কোন শিক্ষার্থীকে চাপ দেইনি। যদি কেউ চাপ দিয়ে করায় তাহলে সেটা অন্যায়। শিক্ষা অফিস থেকে কেউ আমাদের নির্দেশনাও দেয়নি।

রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, আমাদের স্কুলে আমরা এসব অসংস্কৃতির বিরুদ্ধে খুবই কঠোর,
গত সপ্তাহে শিক্ষার্থীরা ক্লাস পার্টির আয়োজন করেছিল। আমরা জানা মাত্রই কঠোর হস্তে সব আয়োজন বাতিল করে দিয়েছি।

রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাৎ হোসেন শিমুল বলেন, শিক্ষার ১২ টা বেজে গেছে এসব কারনে। এসব বন্ধ করবে যারা তারা আছে নিজেদের ধান্দায়। শিক্ষকরা এখন সব চেয়ে নিরীহ প্রাণী তাই তাদের এসব সহ্য করে যেতে হচ্ছে।

রায়পুর পৌর আওয়ামীলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবাস রায় বলেন, এসবের বিরুদ্ধে সকল অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের এগিয়ে আসতে হবে সাথে শিক্ষা কর্মকর্তাদেরও নজরদারি অবশ্যই থাকতে হবে।

রায়পুর সরকারী কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজেও র‍্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হতো আগে। বিভিন্ন সময়ে এগুলোর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান তৈরিতে কারিগর হওয়ার কথা শিক্ষকদের। অথচ প্রাথমিক ও হাইস্কুলে শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যলাপ চলছে। আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে ক্লাস পার্টি বা র‍্যাগ ডের নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

রায়পুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিপু সুলতান বলেন, ক্লাস পার্টি আমরা কোথায়ও আয়োজন করতে নির্দেশনা দেইনি। শিক্ষার্থীরা নিজেরাই আয়োজন করে শুনেছি। তবে সামাজিক অবক্ষয় যেন সমাজে ও মনে কোমলমতি শিক্ষার্থীদের স্থান করে না নেয়, সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি

শেয়ার