দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ২০ বোতল ফেনসিডিলসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে চিরিরবন্দর থানার এসআই মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গভীর রাতে উপজেলার চিরিরবন্দর হাটখোলা গ্রাম হতে মাদকদ্রব্য ২০ বোতল ফেনসিডিলসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়িতে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর হাটখোলা গ্রামের মোঃ কবির হোসেন ছেলে মোঃ শরিফুল ইসলাম
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, গভীর রাতে চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ২০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, শরিফুলের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ব্যবসা ও চোরাকারবারীর অভিযোগে নয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।