Top

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ

০৪ ডিসেম্বর, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ
পুঁজিবাজার ডেস্ক :

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। আজ শেয়ারটির দর ১৮ দশমিক ২০ টাকা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির সর্বশেষ দর ছিলো ২৮৮ দশমিক ৩০ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ১ লাখ ১০ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৪.২৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৪.০৩ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস,বিডি থাই ফুড, এডিএন টেলিকম, ওয়ান ব্যাংক, ইস্টার্ন কেবলস ও বিডি মনোস্পুল লিমিটেড।

শেয়ার