Top
সর্বশেষ

ইরানে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

২২ জুলাই, ২০২০ ১১:২৭ পূর্বাহ্ণ
ইরানে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

ইরানে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু হলো মঙ্গলবার (২১ জুলাই)। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, ইরানে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৬৩৪ জন করোনায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুর আগের রেকর্ড হয়েছিল ৯ জুলাই, ২২১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৮ হাজার আটশ ২৭ জনে।

করোনার বিস্তার কিছুটা থামাতে পারলেও এপ্রিলের মাঝামাঝি থেকে লকডাউন শিথিল করলে নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা ইরান অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করতে বাধ্য হয়।

তবে ইরানিদের মাস্ক পরা ও বড় বড় সমাবেশে যোগ দেওয়া এড়িয়ে চলতে বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

এদিকে সংক্রমণ বাড়তে থাকায় চিকিৎসক ও বেড সংকটে ভুগছে ইরান। তেহরানের অ্যান্টি-করোনাভাইরাস টাস্কফোর্সের ঊর্ধতন কর্মকর্তা জলিল খুশনুদ বলেছেন, দ্বিতীয় সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি।

শেয়ার