চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জীবন বৃত্তান্ত জমা, মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে সার্কিট হাউসে আসার পথে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এক প্রার্থীকে বেধড়ক মারধর করেছে অন্য প্রার্থীর লোকজন। এসময় সার্কিট হাউসের মূল ফটকের সামনে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেল ৪টার এ ঘটনা ঘটে।
জানা যায়, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি সার্কিট হাউসে জেলা কৃষকলীগের কমিটি গঠন করতে সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান আরমানকে ডাক দেন। পরে তিনি বাসা থেকে সার্কিট হাউসে আসার পথে বাধা দেয় প্রতিপক্ষের লোকজন। এসময় মোটরসাইকেল থেকে ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে।
পরে পুলিশ ও নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউর রহমান আরমানকে উদ্বার করে। এসময় তিনি আর ভেতরে প্রবেশ করবে না বলে ফিরে যান। এ ঘটনার জেরে পরে সার্কিট হাউসের ভেতরে আবারও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান আরমান ও আল কামাল ইব্রাহিম রতনের লোকজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সার্কিট হাউসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।