Top

শাল্লায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

০৫ ডিসেম্বর, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
শাল্লায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ কান্তি চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, শাল্লা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুরুজ্জামান, শাল্লা উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা বিভূতোষ দাস, শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কালীপদ রায়, শাল্লা উপজেলা শিল্পকলার প্রশিক্ষক ইন্দ্রজিত সরকার প্রমুখ।

উল্লেখ্য যে, আগামী ৭ ডিসেম্বর শাল্লা শত্রুমুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য কমিটি গঠন, দিকনির্দেশনা মূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার