Top
সর্বশেষ

১৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর

০৬ ডিসেম্বর, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
১৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

আশ্রয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাজীগঞ্জে ১৫ পরিবারের মাঝে খাস খতিয়ান জমির উপর তৈরি করা ১৫টি বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের ভাউরপাড় এলাকায় তৈরি করা এই ঘরের চাবি তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। ওই সময় টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া ১৫টি পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

ওই সময় তিনি বলেন, পূর্বে যাদের ঘর ছিলো না তাদেরকে এই ঘরগুলো দেওয়া হয়েছে। ভূমিহীন অসহায় মানুষের পাশে থাকায় প্রধানমন্ত্রীকে হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু’সহ এলাকাবাসী।

শেয়ার