Top
সর্বশেষ

ডি আর কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ২৭২

০৬ ডিসেম্বর, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
ডি আর কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ২৭২
আন্তর্জাতিক ডেস্ক :

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কিশিশে ২৭২ জন বেসামরিক নাগরিক নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) সরকার জানিয়েছে, গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় শহর কিশিশে ২৭২ জন বেসামরিক নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর আগের হিসাবে ওই শহরটিতে ৫০ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

কঙ্গোর সরকার এই হত্যাকাণ্ডের জন্য এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করছে; কিন্তু তারা অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে জাতিসংঘ জানিয়েছিল, ২৯ নভেম্বর কিশিশে এম২৩ বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় মিলিশিয়াদের সংঘর্ষ চলাকালে বহু সংখ্যক বেসামরিক হতাহত হয়েছে বলে খবর পেয়েছে তারা; তবে বিশ্বের অভিভাবক সংস্থাটি কোনো সংখ্যা প্রকাশ করেনি।

কঙ্গোর অশান্ত পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে টুটসিদের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এম২৩-র লড়াই চলছে।

শেয়ার