Top
সর্বশেষ

শেরপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

০৭ ডিসেম্বর, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
শেরপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

মঙ্গলবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত ৭ অক্টোবর সদর থানায় মামলা করেন।সাজু সদর উপজেলার বেতমারী পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান ও ছাহেরা বেগমের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীকে প্রাইভেট পড়ানোর সুবাদে সাজ্জাদুল ইসলাম সাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার একটি বাসায় নিয়ে সাজ্জাদুল কিশোরীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন।পরবর্তীতে তিনি (সাজ্জাদুল) কিশোরীর সাথে প্রতারণা করে অন্যত্র বিয়ে করেন। এরপর কিশোরী তার অভিভাবকদের সাজ্জাদুল কর্তৃক ধর্ষনের ঘটনাটি জানান। পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে সাজ্জাদুল ইসলামকে গ্রেপ্তার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, গ্রেপ্তার সাজ্জাদুল ইসলামকে পাঁচদিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

শেয়ার