Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ফেনসিডিল উদ্ধার

০৮ ডিসেম্বর, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৭৩ লাখ টাকা মূল্যের ৭৩০ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেনসিডিল ও দুটি ভারতীয় বাইসাইকেল উদ্ধার ও একজনকে আটক করেছে বিজিবি। বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে এসব উদ্বার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটলিয়ন। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের মনাকষা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭২ হতে আনুমানিক ০৫ কিলোমিটার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মনোহরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. আলাউদ্দিনকে (২৫) আটক করে। পরে জব্দকৃত ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়।

সন্ধ্যা ৭টায় জহুরপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২৩/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের তৈমুর মেম্বারপাড়া গ্রামে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন দুইটি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন আরও জানান, সন্ধ্যা ৭টার দিকে ৫৩ বিজিবির পোলাডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার আলাতলী ইউনিয়নের জেলেপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েলের বাড়ি থেকে ৭৩০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্বার করে। পলাতক জুয়লকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

শেয়ার