Top
সর্বশেষ

শ্রীপুরে তুলার গুদামের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

০৮ ডিসেম্বর, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
শ্রীপুরে তুলার গুদামের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কেওয়া নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এস.বি.এস টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের একটি কারখানার তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট । আগুনের ঘটনায় শ্রীপুর-মাওনা-বরমী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস্ লিমিটেডের একটি কারখানার তুলার গুদামে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ও ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ।

বিকেল চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

শেয়ার