Top

ভোলায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

০৮ ডিসেম্বর, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
ভোলায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ভোলা প্রতিনিধি :

ভোলায় বিনামূল্যে ও স্বল্প আয়ের মানুষদের চোখের ছানি ও ফ্যাক অপারেশনের উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৮ডিসেম্বর)সকালে নিজাম হাসিনা-ফাউন্ডেশন হাসপাতালের সার্বিক সহযোগীতায় বিনামূল্যে ১৫ জনকে এই অপারেশন করা হয়।

অনুষ্ঠানে নিজাম হাসিনা-ফাউন্ডেশন হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার ডা.মশিউর রহমান খান মামুন এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য আশরাফুল হক সোহেল। আর চক্ষু অপারেশন করেন চক্ষু বিশেষজ্ঞ ডা.ভবেশ চন্দ্র রায়।স্বল্প আয়ের মানুষদের জন্য চোখের ছানি ও ফ্যাক অপারেশন অত্যান্ত ব্যায় বহুল।তাই অর্থের অভাবে জেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয় তার জন্য কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সভাপতি ফাহামিদা মাসুদ শুভ্রা পক্ষ থেকে চক্ষু সেবা দিয়ে আসছে এই সংগঠনটি।

শেয়ার