Top
সর্বশেষ

হাজীগঞ্জে পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

০৯ ডিসেম্বর, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও হাজীগঞ্জ বালিকা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে শায়কা দিলরুবা আক্তারের সঞ্চালনায় প্রথমেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।ওই সময় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম হাজীগঞ্জ উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের ১৫ জন অসহায় শিক্ষার্থীর পড়াশোনার জন্য আর্থিক সহোযোগিতার ঘোষণা দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।

এরপর ২০২২-২৩ অর্থ বছরের পাঁচ জন নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা। পাঁচ জন নারী জয়িতার মধ্যে, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসেবে জয়িতা সম্মাননা পান ইরা খান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উম্মে শায়কা দিলরুবা আক্তার, সফল জননী হিসেবে আমেনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন অদম্যে জীবন শুরু করায় হাসিনা আক্তার শেলী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ড. রওশনআরা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওই সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার’সহ কিশোর-কিশোরি ক্লারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার