Top
সর্বশেষ

চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে বিজয়ী অ্যাওয়ার্ড পেলেন ৩ শতাধিক নারী

০৯ ডিসেম্বর, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে বিজয়ী অ্যাওয়ার্ড পেলেন ৩ শতাধিক নারী
নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরের প্রথম সরকারি নিবন্ধিত ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে বিজয়ী সম্মাননা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।  নারী উন্নয়ন সংস্থা বিজয়ী এর উদ্যোগে ‘‘বিজয়ী তৈরিতে বিজয়’’ এই স্লোগানে তিন শতাধিক নারীদের ১৯ টি ফ্রি প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষন প্রদান করেন।

৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, এই সংগঠনটি আজকের এই জায়গায় আসার পিছনে আমিও একজন সারথী ছিলাম। কি করতে পেরেছি জানিনা তবে পাশেই ছিলাম আছি এবং থাকবো।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিজেরাই মার্কেটিং করা কষ্টসাধ্য ব্যাপার তাই আপনাদের সেলস এন্ড মার্কেটিং পয়েন্ট এর প্রয়োজন। এটা আমি ভালোভাবেই অনুভব করেছি। আমি বলব আপনারা নিজেরা মার্কেটিং না করে একটি সেলস এন্ড মার্কেটিং প্লান তৈরি করে নিবেন আমি সর্বাত্মক সহযোগিতা করব।

এসময় চাঁদপুর পৌর মেয়র চাঁদপুর – হাইমচর ৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির জন্মদিন কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

এ সময় ভাল কাজের জন্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে বিজয়ী সম্মাননা প্রদান করা হয়। সামাজিক সংগঠনসমূহ হলো- বড় স্টেশন কমিউনিটি, চাঁদমুখ, নিরাপদ সড়ক চাই, তারুন্যের অগ্রদূত, প্রান্তিক, হাজীগঞ্জ নারী উদ্যোক্তা পরিবার, ইনার হুইল ক্লাব, চাঁদপুর, হিলশা সিটি অফ রোটারেক্ট ক্লাব, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন, ইভেন্টওয়ালা, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী।

বিজয়ী প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির সহযোগিতায় নতুন ৫০ জন উদ্যোক্তার মাঝে ২ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে সেলাই মেশিন প্রদান করা হয়। উপস্থিত অভিভাবকদের মধ্যে ১ জন অবিভাবককে লটারি মাধ্যমে বিজয়ী নির্ধারন করে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বানিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বেসিক ব্যাংক চাঁদপুর চাঁদপুর ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার নূরুল আমিন সুমন, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, পুষ্টিবিদ এরশাদ খান সালমান, মহিলা অধিদফতর চাঁদপুরের উপ মহাপরিচালক নাসিমা আক্তার, ইনার হুইল ক্লাব চাঁদপুর জেলার সভাপতি মাহমুদা খানম, সামাজিক সংগঠন চাঁদমুখ এর সভাপতি ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাসেল, চাঁদপুর চেম্বার অফ কমার্স এর পরিচালক গোপাল সাহা, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, ক্রাইম এ্যাকশন ২৪ এর সম্পাদক ও প্রকাশক বিপ্লব সরকার, অনুভূতি টিভির চেয়ারম্যান মোঃ নাসির আহমেদ, ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক, বাংলার মুখ ২৪ নিউজের সম্পাদক নূরুল করিম সুমন,সোনালী চাঁদপুর নিউজের সম্পাদক এস আর শাহ আলম।

বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল অতিথি, সংবার্ধিত অতিথি, সংবাদ ও মিডিয়া ব্যক্তিত্ব, বিজয়ী প্রশিক্ষনার্থী, প্রশিক্ষক, এডমিন মডারেটরসহ বিজয়ী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার