Top

মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১১ ডিসেম্বর, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি :

“শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা, নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করি, সমতার ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ মাগুরায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিনটি পালন উপলক্ষে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি মাগুরা এর আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালীটি মাগুরা পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা প্রাঙ্গনে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, মাগুরা জেলা মহিলা আওয়ামীলীর সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলি, নারী নেত্রী লিপিকা দত্ত ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমাজ সেবা সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগন বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

শেয়ার