Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

১২ ডিসেম্বর, ২০২২ ২:২৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও থ্রি হুইলার চালিত মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত ও আহত হয়েছে আরও ৮ যাত্রী। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। এদের মধ্যে অজ্ঞাতনামা এক বৃদ্ধ যাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। বাকিদেরকে জেলা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুজন, সাহাপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শামীম, দুর্লভপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে গোলাম নবী, নাচোল উপজেলার মহিবুর রহমানের শাহিন আলম, রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে খাইরুল, এই উপজেলার শীতলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে নাসিম। গুরুতর আহত মাহিন্দ্রার ড্রাইভার ও নিহত বৃদ্ধের নাম-পরিচয় যায়নি।

রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবক জারিফ ইসলাম অজ্ঞাতনামা বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সে নিয়ে যায়। মুঠোফোনে তিনি জানান, রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টা পর্যন্ত নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায় নি ।

আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন অটোচালক মাজিদুল ইসলাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আমি সেখানে পৌঁছেছি। এসময় দেখি রাস্তায় পড়ে আছে মাহিন্দ্রার যাত্রীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার