Top

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংবাদ সম্মেলন

১২ ডিসেম্বর, ২০২২ ২:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

সমতলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর রোববার রাতে শহরের গোবিন্দনগরস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ের সেমিনার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হেকস্ ইপার ও ইএসডিও’র যৌথ আয়োজেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।

সংবাদ সম্মেলনে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সোমবার সকালে উদ্বোধনী অধিবেশন, দুপুরে জন বক্তৃতা, কর্ম অধিবেশন ও তৃণমূলের সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে আদিবাসী ও সাংস্কৃতিক পরিবেশনার পরে সম্মাননা প্রদান ও সমাপনী অনুষ্ঠান হবে।

শেয়ার