সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮৫ বারে ১ লাখ ৯৯ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ৬৩৮ বারে ৪৪ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৯৩৮ বারে ২৭ লাখ ৬৭ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ৮.৭২ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৮ শতাংশ, বিডিকমের ৫.৩৩ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.২৪ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৪.৮০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস