Top

মাগুরায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত

১২ ডিসেম্বর, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
মাগুরায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত
মাগুরা প্রতিনিধি :

“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ মাগুরায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাগুরা এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহাদত হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী সকল কর্মকর্তা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিন্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে আইসিটি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

শেয়ার