Top

ব্লক মার্কেটে লেনদেন ৮৪ কোটি টাকার

১২ ডিসেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৮৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭১টি কোম্পানির ৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে আসা রেনাটার শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন থাকা সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার।

এছাড়া, ব্লক মার্কেটে ইন্ট্রাকো সিএনজির ৪ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকার, ডোমিনোজ স্টিলের ৩ কোটি ৫৭ লাখ ৫২ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের এক কোটি ৪৬ লাখ ৩৬ টাকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৪০ লাখ ১৯ হাজার টাকার, শাইন পুকুর সিরামিকসের ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকা বেক্সিমকো লিমিটেডের এক কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার