Top
সর্বশেষ

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৫

১২ ডিসেম্বর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৫
মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন, বারইয়ার হাট পৌর সভার উত্তর সোনা পাহাড় সাকিনস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর।

অদ্য ১২-১২-২০২২ খ্রি: তারিখ রাত্র ৩.২৫ ঘটিকার সময় বারইয়ার হাট উত্তর সোনাপাহাড় সাকিনস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে আসামী ১।

রিফাত হোসেন(২০), ২। মোঃ সম্রাট(২২), ৩। মোঃ সাফায়েত হোসেন (২২), ৪। মোঃ মেহেদী হাসান কামরুল, (২০), ৫। মোঃ আবির হোসেন (২০), দের ধৃত করে আসামীদের দখল হইতে ২টি চা-পাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয় এবং ৩জন আসামী ৬। মোঃ সাকিল গালপোড়া সাকিল (২২), ৭। মোঃ হৃদয় (২৫), ৮। মোঃ রানা(২০) পালিয়ে যায়। ২টি চাপাতি, ২টি ছোরা ও ৩টি মোবাইল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার