Top

শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৩ ডিসেম্বর, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা খাদ্য বিভাগের এলএসডি গোডাউনে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, ডিসি (ফুড) ওয়াদুর রহমান, শেরপুর চেম্বার অফ কমার্স এবং জেলা মিল মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রৌশনসহ খাদ্য ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ জানায়, সরকার এবার ২৮ টাকা দরে ৪৮১৮ মেট্রিক টন ধান এবং ৪২ টাকা দরে ৯০৪৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরেছে।

এ পর্যন্ত চাল সংগ্রহের জন্য ৭০ ভাগ মিলার এ চুক্তির আওতায় এসেছে। এদের মধ্যে চুক্তিবদ্ধ মিল রয়েছে হাস্কি ও অটোসহ মোট ২৪২টি।

এছাড়া ধান সংগ্রহের জন্য ২০ হাজার ৮২৮ জন কৃষককে নিন্বন্ধিত করা হয়েছে। এদের মধ্যে অ্যাপের মাধ্যমে ধান সরবরাহের জন্য ১৯৭ জন কৃষক আবেদন করেছেন।

হুইপ আতিউর রহমান আতিক এসময় বলেন,দেশে কোন অভাব নেই, তবে আন্তর্জাতিকভাবে ডলারের দামবাড়ায দেশে মুদ্রাষ্ফিতি রয়েছে। আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করেন,তখন দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে থাকে।

শেয়ার