করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ক্যাম্পাস খোলার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন তারা।
ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ২০১৯ সালের আটকে থাকা স্নাতক ও স্নাতকত্তোর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন হল খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি ভেবে দেখার কথা বলেছিলেন। এরপর এখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার জন্য আন্দোলন করছে। এতে আমাদের সমর্থন রয়েছে।
ছাত্রলীগের এই নেতা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সঙ্গে দেখা করে দ্রুত হল ও ক্যাম্পাস খোলার দাবি জানাবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলছেন, দেশের সকল অফিস-আদালত স্বাভাবিকভাবে চলছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা নেই। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। আমরা ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, চলমান পরিস্থিতিতে ক্যাম্পাস খোলা জরুরি। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি নজরে রাখতে হবে।
ক্যাম্পাস খোলার বিষয়ে উপাচার্য আবদুস সোবহান শিক্ষার্থীদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে চাইলে প্রশাসনের কোনো আপত্তি থাকবে না। তবে আবাসিক হল খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, করোনাভাইরাস মহামারি শুরুর প্রথমে গত বছরের মার্চে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাস এখনো পুরোপুরি চালু করা হয়নি বা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলও খোলা হয়নি। তবে
স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টর্সের কিছু চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা দাবি তুলেছেন, দ্রুত বিশ্ববিদ্যালয় চালু করার পাশাপাশি আবাসিক হল খোলার দাবি শিক্ষার্থীদের।