পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষা সমাপনী দিবসের আয়োজন করেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যাচ”সংসপ্তক-১৭” এর শিক্ষার্থীরা।
সোমবার (১২ ডিসেম্বর) দু’দিন ব্যাপী এই আয়োজনের সূচনা হয় বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আনন্দ শোভাযাত্রার পর স্বাধীনতা চত্বরে কেক কাটার মধ্য দিয়ে।
দু’দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর মো. কামাল হোসেন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।