Top
সর্বশেষ

জাতীয় পতাকা অবমাননায় বেরোবি’র ১৯ শিক্ষক কর্মকর্তার জামিন মঞ্জুর

০৪ ফেব্রুয়ারি, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
জাতীয় পতাকা অবমাননায় বেরোবি’র ১৯ শিক্ষক কর্মকর্তার জামিন মঞ্জুর
রংপুর প্রতিনিধি :

জাতীয় পতাকাকে বিকৃত করে উপস্থাপনা এবং অবমাননা দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানসহ ১৯ শিক্ষক কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত -৩ এর বিচারক ফজলে এলাহী খান। জামিন শুনারীর সময় আদালতের কাঠগড়ায় আসামীরা সকলেই উপস্থিত ছিলেন।

আদালতের জি আরও রাফিউল ইসলাম রাফি জানান, ৫ জানুয়ারী পুলিশ আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তাতে রাষ্ট্রদোহ অপরাধ প্রমানিত হয়েছে। তাই জামিন না মঞ্জুরের আবেদন করেছি। আসামী পক্ষের আইনজীবি আব্দুল হক প্রামানিক জানান, জাতীয় পতাকা অবমাননার যে মামলা হয়েছে তা জামিন যোগ্য। আমরা আদালতকে বোঝাতে পেরেছি যে, এটি অনাকাঙ্খিত ঘটনা। আদালত দুপক্ষের কথা শুনে জামিন মঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি রফিক হাসনাইন জানান, আমরা এই মামলার পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছি। কারণ, পুলিশ যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহকে বাদ দেয়া হয়েছে। যেহেতু উপাচার্যের লিখিত আদেশে এই কর্মসুচী পালিত হয়েছে তাতে তাঁকে বাদ দেযার কোন সুযোগ নেই। আমরা আদালতকে বলেছি, এই মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহন করতে, কারণ পুলিশ তদন্ত করে রাষ্ট্রদ্রোহ করার মত অপরাধ পেয়েছে।

তিনি বলেন, মামলাটি রাষ্ট্রদ্রোহ হবে কীনা সে বিষয়ে এখনো আদেশ দেয়নি। ২০২০ সালের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বিকৃতি পতাকা নিয়ে ছবি তোলেন বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক কর্মকর্তা। পরদিন ১৭ ডিসেম্বর তাজহাট থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মেট্রোপলিটন তাজহাট থানায় লিখিত অভিযোগ আনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ অভিযোগ করেন।

শেয়ার