Top
সর্বশেষ

বিজয়ের মাসে শেরপুর রিপোটার্স ইউনিটির বৃক্ষ রোপন

১৫ ডিসেম্বর, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
বিজয়ের মাসে শেরপুর রিপোটার্স ইউনিটির বৃক্ষ রোপন
শেরপুর প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর রিপোটার্স ইউনিটির আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম চত্বরে ১৬টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন উদ্বোধণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এছাড়া এডিসি মুক্তাদির আহমেদ, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, গ্রীণভয়েজ এর সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মারুফুর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, সাংবাদিক এনামুল হক, রাজন মিয়া, শামীম হোসেন, শফিউল আলম সম্রাট, বিল্লাল হোসেন সোহাগ, আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, জাহিদ হাসান খোকনসহ রিপোটার্স ইউনিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার