ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের ৭৮ লাখ ৮ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৮৬ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসেস ৭৬ কোটি ৭১ লাখ ৭৪ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৭৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭২ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার, মুন্নু এগ্রো মেশিনারির ৫৭ কোটি ৮৫ লাখ টাকার এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস