Top
সর্বশেষ
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির

শিক্ষকতা পেশায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন

১৮ ডিসেম্বর, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
শিক্ষকতা পেশায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন

শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির ওপর পড়াবেন তিনি।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতির ওপর পড়াবেন তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব। সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরুন আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর ক্লাস নেবেন।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে এ ক্লাস। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্য বিষয়ক নানান বিষয়।

এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে সাম্প্রতিক সময়গুলোতে পাবলিক ইভেন্টগুলোতে কম দেখা যাচ্ছে। গ্রিনসিল লবিং স্ক্যান্ডালে জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পরই নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি।

শিক্ষকতা পেশায় ক্যামেরুনের যুক্ত হওয়ার বিষয়ে তার এক সহযোগী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘ক্যামেরুন ১১ বছর কনজারভেটিভ পার্টি এবং ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা দেবেন তিনি।

ডেভিড ক্যামেরুন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বের করে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। এছাড়া অভিবাসী বিরোধী নানান কঠোর পদক্ষেপ নেওয়ার কারণেও সমালোচিত ছিলেন তিনি।

 

শেয়ার