ভোলার লালমোহনে টয়লেট থেকে নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনুছ খন্দকার বাড়ির টয়লেট থেকে এ লাশ উদ্ধার করা হয়। নূরজাহান ওই বাড়ির কবিরের স্ত্রী। তার ৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে একটি মামলাও রয়েছে। যার জন্য নূরজাহান তার বাবার বাড়িতেই থাকতো। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুরী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।