চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাটে ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে নির্যাতনের পর উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়েছে। বিবস্ত্র করে ওই ব্যবসায়ীকে জেলা শহরের বটতলাহাটের জনবহুল সড়কে হাঁটিয়ে নেয়া হয়। নির্যাতন ও বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর সেই ভিডিও ধারণ করা হয়েছে। গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ধারণকৃত ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করলে সক্রিয় হয় পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায়- কিছু লোক মিছিলের মতো হাঁটছে আর সামনে উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে নেয়া হচ্ছে ওই ব্যক্তিকে। বিবস্ত্র ওই ব্যাক্তি দাঁড়ালে বেশ কয়েকজন যুবক তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর আগে ওই ব্যবসায়ীকে জোরপূর্বক মারধর করে বিবস্ত্র করে বটতলাহাট এলাকার কিছু বখাটে যুবক।
বটতলাহাট এলাকার এক প্রত্যক্ষদর্শী মুদিদোকানী মাহবুবুর রহমান বলেন, বটতলাহাট জয়নগর মিরপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করে স্থানীয় বখাটে যুবকরা। পরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ওই ব্যবসায়ীকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে ওই ব্যাক্তির ভাইয়ের বাড়ির সামনে থেকে ঘুরিয়ে আনা হয়। যারা ওই ব্যক্তিকে অনৈতিক কাজের অভিযোগে নির্যাতন ও বিবস্ত্র করে প্রকাশ্যে রাস্তায় ঘুরিয়েছেন তারা সবাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তির লোকজন।
নির্যাতিত ব্যবসায়ী রবিবার সন্ধ্যায় বলেন, স্থানীয় এক প্রবাসীর কাছে ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। তার স্ত্রী সম্পর্কে ভাগনী হয়। রাত সাড়ে ৮টার দিকে বাসায় যাওয়ার সময় তার ছেলে ও ছেলের বউ বাসায় উপস্থিত ছিল। এসময় কিছু বখাটে যুবক আমাকে আটকিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে মারপিট করে চাকু দেখিয়ে নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, এসময় আমার জ্যাকেট, প্যান্ট ও গেঞ্জি জোরপূর্বক খুলে বিবস্ত্র করে রাস্তায় ঘোরায় এবং ভিডিও স্থিরচিত্র ধারন করে। পরবর্তীতে আসামীরা তাদের মোবাইলে ধারনকৃত তার অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের কথায় সাড়া না দেয়ায় আসামিরা পরস্পরের যোগসাজসে ধারনকৃত অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে নির্যাতিত ওই ব্যবসায়ীর ভাগনে জানান, চাঁদা না দেয়ায় তার মামাকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। এসময় আমি তাকে একটি লুঙ্গি দিতে গেলেও আমাকেও তারা ছুরি দেখিয়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বখাটে যুবকরা প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকে। তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই আমাদের অস্তিত্ব নিয়ে টানাপোড়েনে পড়তে হবে। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো পরিবার।
ওই ব্যবসায়ী বলেন, এমন বেইজ্জত করা হয়েছে, যাতে এখন মনে হচ্ছে আত্মহত্যা ছাড়া উপায় নাই। দুই ছেলেমেয়ে কলেজে পড়ে, মুখ দেখাতে পারছি না কারো সামনে। তাদেরকে অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করেছি, যে আমাকে আইনের হাতে তুলে দাও। পুলিশের হাতে তুলে দাও। অপরাধ করলে শাস্তি পাব। কিন্তু এমন কাজ করোনা। তারা শুনেনি।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলায় জেলা শহরের বটতলাহাট এলাকার বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো.বাক্কারকে প্রধান আসামি করে আরও ৭ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. আতিকুজ্জামান আশিক মুঠোফোনে বলেন, এবিষয়ে আমরা জানি না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একেএম আলমগীর জাহান মুঠোফোনে জানান, বিবস্ত্র করে ব্যবসায়ীকে ঘোরানোর ভিডিওটি দেখার পরে আমরা বটতলা হাট এলাকায় অভিযান শুরু করি। অভিযানে এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। এরা এলাকার চিহ্নিত বখাটে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।