Top

ইবি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তপন

১৯ ডিসেম্বর, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
ইবি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তপন
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সকল পদে আওয়ামীপন্থী শিক্ষকদের জয় হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। মোট ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৫১ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।

এতে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (২১৮ ভোট) সভাপতি ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১৪২ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মণ, যুগ্ম সম্পাদক ড. শাহাদৎ হোসেন আজাদ ও কোষাধ্যাক্ষ সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ। এছাড়া নবনির্বাচিত ১০ জন কার্যনির্বাহী সদস্য হলেন- ড. কাজী আখতার হোসেন, ড. শেলীনা নাসরীন, ড. দেবাশীষ শর্মা, ড. বাকী বিল্লাহ, ড. মহব্বত হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, এম এম নাসিমুজ্জামান, সাজ্জাদুর রহমান টিটু, সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন ও শহিদুল ইসলাম। এবারের নির্বাচনে পুর্ণাঙ্গ প্যানেলে অংশগ্রহণ করছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ’জিয়া পরিষদ’, আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সবুজ প্যানেল’।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবশে নিশ্চিত করতে কাজ করবো। এছাড়া আমাদের নির্বাচনী ইশতেহার গুলো যথাযথভাবে বাস্তবায়নে সচেষ্ট থাকবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার