Top

সাপাহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কর্মশালা

১৯ ডিসেম্বর, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
সাপাহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কর্মশালা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে ৩দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজন সাপাহার নেটওয়ার্কের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান।

অনুষ্ঠানে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি প্রশিক্ষনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে অগ্রসর করার লক্ষে বিভিন্ন কৌশল অবলম্বন করে বক্তব্য প্রদান করেন ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগের সমন্বয়কারী মার্নুয়েল টুডু।

এসময় প্রশিক্ষন কর্মশালায় সমাজসেবক নুরল হক মাষ্টার, সাংবাদিক তছলিম উদ্দীন, প্রদীপ সাহা, এনজিও সভাপতি পবিত্র মালি সহ উপজেলা এডভোকেসি কমিটির ২৫জন সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালাটি আগামী ২১ডিসেম্বর শেষ হবে।

শেয়ার