সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৯০ বারে ২২ লাখ ৪৭ হাজার ৯৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে কোহিনুর কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩ বারে ৪০ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৫লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আমরা টেকনোলজিসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২১ বারে ৮ লাখ ৮৫ হাজার ৪২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফাইন ফুডসের ৩.১০ শতাংশ, বিডি থাই ফুডের ২.৯২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ২.৬৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২.৩২ শতাংশ, জেনেক্সের ২.৩১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৩১ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ২.২২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস