Top

সরিষা চাষে স্বপ্ন দেখছেন উলিপুরের চাষীরা

২০ ডিসেম্বর, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
সরিষা চাষে স্বপ্ন দেখছেন উলিপুরের চাষীরা
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের সরিষা চাষের বাম্পার ফলন দেখা যায়। ফুলে ফুলে স্বপ্ন পূরণের আশা করছেন সরিষা চাষিরা। দিগন্ত জোড়া মাঠ যেন রঙিন রুপে সজ্জিত।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের সরিষা চাষের বাম্পার ফলন হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে দিগন্ত জোড়া মাঠ। সরিষা চাষিরা অনেক খুশি সরিষার বাম্পার ফলন হওয়ায়। তারা বলেন সরিষার ফুলে ফুলে আমরা স্বপ্ন বুনা শুরু করেছি। আশা করি এবার অনেক লাভবান হতে পারব। বিভিন্ন এলাকার দিগন্ত জোড়া মাঠে দেখা যায় ফুলে ফুলে হলুদ হয়ে গেছে। এ যেন মন জুড়িয়ে দেয়।
উপজেলার কৃষি অফিস সুত্রে জানা গেছে , ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রনোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯, বিএডিসি-১ সহ বীজ ও সার বিতরন করা হয়। এবারে উপজেলায় সরিষা চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৮শ’ত ৬০ হেক্টর।
উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের জরিপ উদ্দিন বলেন, এবারে আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় প্রায় ৮০ শতক জমিতে উন্নত জাতের বারি-১৪ ও বিনা-৯ সরিষার চাষ করেছি। যে ভাবে ফুলে ফুলে ভরে গেছে আশা করি বাম্পার ফলন হবে। উক্ত জমিতে আমার এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ফলন ভালো হলে সরিষা পাব প্রায় ১৮ থেজে ২০ মণ। যার মুল্য হবে প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আশা করি অনেক লাভবান হব।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সরিষা চাষিদের মধ্যে আবু মিয়া, খতিব মিয়া, মহশিন, মাহাতাব আলী ও মানিক মিয়া বলেন, অল্প সময়ের মধ্যে অত্যান্ত লাভজনক ফসল হচ্ছে সরিষা চাষ। যা মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে হয়ে থাকে। এবারে সরিষার চাষ অনেক ভালো হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তার সহায়তায় উন্নত জাতের সরিষা বীজ ও সার প্রনোদনা হিসাবে পেয়েছি। আমরা বিভিন্ন ধরনের পরামর্শ পাচ্ছি। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষ অনেক ভালো হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বাণিজ্য প্রতিদিন কে বলেন, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রনোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। আমাদের কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাগণ সার্বক্ষণিক ভাবে মাঠে সরিষা চাষিদের বিভিন্ন ধরনের রোগ বালাই ও পোকামাকড় দমন সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন অনেক ভালো হবে। সরিষার বাজার আশানুরূপ থাকলে সরিষা চাষিরা অনেক লাভবান হবে বলে জানান তিনি।
শেয়ার