Top

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা

২০ ডিসেম্বর, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের নবীনগর এলাকায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনুর আলমের সভপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্টেক্টর মো. আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়,জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও বাসসের জেলা প্রতিনিধি মো. আল হেলাল প্রমুখ।

শেয়ার