Top

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

২০ ডিসেম্বর, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
সুনামগঞ্জ প্রতিনিধি :

গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কাজীর পয়েন্টে লতিফা কমিউনিটি সেন্টারের হলরুমে দুই দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনের করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন, সমষ্টির গবেষণা ও যোগাযোগ বিভাগের পরিচালক রেজাউল হক ও কর্মসূচি সমন্বয়ক মনোয়ার আহমদ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর হারে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর এখানে প্রায় ১২ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। যদিও পানিতে ডুবে মৃত্যুর সবগুলো ঘটনার তথ্য গণমাধ্যম পায় না। এ নিয়ে জাতীয় ও স্থানীয়ভাবে কোনো কার্যকর তথ্য ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। গণমাধ্যম প্রতিবেদনগুলো শুধুমাত্র ঘটনা কেন্দ্রীক। এনিয়ে গভীরতাধর্মী প্রতিবেদনের অভাব রয়েছে। গভীরতাধর্মী প্রতিবেদনে গণমাধ্যমগুলো গুরুত্ব দিলে বিষয়টি নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে এবং এ নিয়ে জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়টিকে তরান্বিত করবে।

শেয়ার