Top

সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

২০ ডিসেম্বর, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান ও অলিম্পিয়াড ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন সহ আরো অনেকেস্টল গুলো পরিদর্শন করেন।

এবারে উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকোশিত করার লক্ষে বিভিন্ন ইভেন্টে তাদের প্রতিভা বিকাশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহন করেন। এবারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় ১৫টি স্টল স্থান পায়। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার