Top

গবাদিপশুর উকুননাশক মাথায় দিয়ে মা ও মেয়ে হাসপাতালে

০৪ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
গবাদিপশুর উকুননাশক মাথায় দিয়ে মা ও মেয়ে হাসপাতালে
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) মাথায় দিয়ে একই পরিবারের মা ও দুই মেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করান। ঘটনাটি ঘটেছে উলিপুর শহরের কাশির খামার এলাকায়।

সূত্র জানায়, গত দুদিন আগে ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বগম (৪০) ফেরিওয়ালার কাছ থেকে গবাদিপশুর উকুননাশক (ওষুধ) ক্রয় করে। এরপর নিজ এবং তার দুই মেয়ে নার্গিস বেগম(১৮) ও লাইজু বেগম (১১) মাথায় ব্যবহার করেন।

পরে ওষুধের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাদের বমি হতে থাকে। ধীরে ধীরে তাদের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক  নার্গিস ও লাইজু বেগমকে প্রাথমিক চিকিৎসা দেন এবং হালিমার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করান ।

উপজলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ প্রধান বলেন, গবাদিপশুর ওষুধ মানুষের ব্যবহারের জন্য নয়। এই ওষুধ ব্যবহারের ফলে মানুষের শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে।

উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চদ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার