Top
সর্বশেষ

শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

২১ ডিসেম্বর, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শেরপুর প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গনে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুসনে আরা,জেলা প্রতিবন্ধী শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মাজহারুল আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান আয়োজন করেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক লিটন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, ডা. আইরিন ফাতেমা আখিসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার