Top
সর্বশেষ

মিরসরাইয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

২১ ডিসেম্বর, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
মিরসরাই প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী গত ১৯ ডিসেম্বর থেকে শীত কালীন প্রশিক্ষণের জন্য সেনা নিবাসের আশে পাশের বিভিন্ন স্থানে মোতায়েন হয়েছে।

আমরা যখন শীতকালে এই প্রশিক্ষণ করি তখন এসুযোগটা নিয়ে কিছুটা কল্যাণমূলক কাজ করার চেষ্ঠা করি। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় গরীব দুঃখিদের জন্য কিছু কম্বল বিতরণ করেছি।

শুধু তাই নয় বাংলাদেশ সেনাবাহিনী দুঃস্থদের জন্য চিকিৎসা ও কিছু কিছু ক্ষেত্রে ঔষধ বিতরণ করে থাকে। তিনি বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায় সেনাবাহিনীর শীত কালিন প্রশিক্ষণ পরিদর্শন ও গরীব দুঃখিদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যখন শীত কালিন প্রশিক্ষণে আসি তখন খেয়াল রাখি যাতে করে জনগণের কোন ক্ষতি না হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশিক্ষণ করা হয় যাতে করে আমাদের সমরাস্ত্রগুলো ব্যবহার করতে পারি প্রয়োজনের সময়। আমরা নতুন নতুন অস্ত্র এনেছি অনেক। যতগুলো এনেছি তার সিংহভাগ প্রশিক্ষণে জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে অস্ত্রগুলো পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে।

এসময় ৫০০ জন শীতার্থেও মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার, ৭ স্বতন্ত্র বিগেড ছাড়াও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন।

শেয়ার