Top

ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

০৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
চুয়াডাঙ্গা প্রতিদিন :

চুয়াডাঙ্গায় ইট ভাটার মালিক ও শ্রমিকরা ২০১৩ সালের ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শতাধিক শ্রমিক ও মালিক ইট ভাটায় ব্যবহৃত ট্রাক্টর ও অন্যান্য যানবহন জমা দিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করছেন।

ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা খন্ড মিছিল নিয়ে স্থানীয় টাউন ফুটবল মাঠে জমায়েত হয়। মিছিলে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত প্লাকার্ড বহন করে মানববন্ধন ও বিক্ষোভ করে।

পরে শহরের শহীদ হাসান চত্বরে ভাটার কালো আইন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মেতালেব হোসেন বিশ্বাস সহ অন্যরা। সমাবেশ শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

শেয়ার