Top

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আনিসুর রহমান

২৩ ডিসেম্বর, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আনিসুর রহমান
রাজশহী প্রতিনিধি :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিককে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন ডিঅইজি আনিসুর রহমান। আবু কালাম সিদ্দিককে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনির স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

সিআইডির ডিআইজি আনিসুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বিদায়ী কমিশনার আবু কালাম সিদ্দিকের স্থলাভিষিক্ত হবেন। আবু কালাম সিদ্দিককে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বিসিএস ২০ ব্যাচের এই কর্মকর্তা ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কয়েকটি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পর সবশেষে সিআইডিতে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

ডিআইজি আবু কালাম প্রায় ২ বছর ৪ মাস ধরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই সময়ে তিনি কিশোর গ্যাং প্রতিরোধ এবং রাজশাহীকে সিসিটিভির আওতায় আনতে বড় ধরনের ভূমিকা পালন করেন। এছাড়াও তার সময় গঠন করা সাইবার ক্রাইম প্রতিরোধ ইউনিট ছিনতাই ও চুরি হওয়া মোবাইল উদ্ধারসহ অপরাধ দমনে বড় ধরনের ভূমিকা রাখে।

শেয়ার