Top

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় হেলপারের মৃত্যু

২৪ ডিসেম্বর, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় হেলপারের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় শরিফুল ইসলাম (১৬) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার দুপর ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ী- ধরলা সেতু গামী সড়কের গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী এলাকায় গ্রাহকের বাড়ীতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে আবারও বালু আনতে যাচ্ছিলেন হেলপার শরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে থাকা ট্রাক্টরটির চালক আকস্মিক ভাবে ব্রেক কষলে ট্রাক্টর থেকে ছিটকে চাকার নিচে পড়ে হেলপার শরিফুল। তার শরীরের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার