Top

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে মাগুরা সদরের শ্রীকান্তপুর মাঠে উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা বিকাল ৩ টায় শ্রীকান্তপুর বিল থেকে প্রতিযোগিতাটি শুরু হয় যা ২ কিলোমিটার মাঠ পেরিয়ে শেষ হয় শ্রীকান্তপুর রাস্তার মোড়ে।

প্রতিযোগিতায় অংশ নিতে ২০ টি ঘোড়া ও ঘোড়ার সওয়ার এসেছিল ফরিদপুর, নড়াইল,পার্শবর্তী জেলাসহ মাগুরার বিভিন্ন এলাকা থেকে। এবারের প্রতিযোগিতায় মাগুরার মাইজপাড়ার সোবহান সরদারের ঘোড়া প্রথম, পারলা শিরগ্রামের কুদ্দুস আলীর ঘোড়া দ্বিতীয়, ও নাওভাঙ্গার কাজী হাবিবের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। মেলা কমিটির সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতা বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক উপভোগ করেন।

শেয়ার