মাগুরায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসাবে গতকাল সন্ধায় আছাদুজ্জামান মিলনায়তনে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন বিলুপ্তপ্রায় বাধ্যযন্ত্রের সাথে জেলাবাসীকে পরিচিত করার জন্য ১ম এই যন্ত্রসংগীত উৎসবের আয়োজন করা হয়। সময়ের গহবরে হারিয়ে যাওয়া বাধ্যযন্ত্রকে রক্ষা করার জন্য এই উৎসবের আয়োজন।
১৬ জন বাদ্যযন্ত্রী শিল্পীরা যন্ত্রসংগীত উৎসবে অংশগ্রহন করে। শীতের সন্ধ্যায় দূর-দুরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা বাদ্যযন্ত্রের সুরমুচ্ছনায় অনুষ্ঠান অঙ্গন মখোরিত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জী। যন্ত্রসংগীত উৎসবে বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।