Top
সর্বশেষ

বিএনপি সংবাদপত্রের কন্ঠ রোধ করতে চায়না: দুদু

২৪ ডিসেম্বর, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
বিএনপি সংবাদপত্রের কন্ঠ রোধ করতে চায়না: দুদু
নোয়াখালী প্রতিনিধি :

‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা আমাদের শাষণামলে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছি। ভবিষ্যতে ক্ষমতায় এলেও সংবাদপত্রের কন্ঠ রোধ করতে চাইনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আমাদের উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। জনগণকে সাথে নিয়েই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে আমরা সরকারকে বাধ্য করবো।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপি এর অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার