Top

ভোলায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে লাইটার জাহাজডুবি

২৫ ডিসেম্বর, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
ভোলায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে লাইটার জাহাজডুবি
নিজস্ব প্রতিবেদক :

ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনায় কার্গো জাহাজের সঙ্গে ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে ডিজেলবাহী লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ জন নাবিকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ ভোর রাতে ভোলার তুলাতলী ও ইলিশা নামক স্থানের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। চট্রগ্রাম থেকে সাগড় নন্দিনী-২ নামের লাইটার জাহাজটি পদ্মা অয়েল কোম্পানির ১১ লাখ লিটার ডিজেল নিয়ে চাঁদপুর যাচ্ছিল। ভোলার মেঘনা নদীর মাঝখানে নোঙ্গর করে রাখার সময় অপর একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় আস্তে আস্তে জাহাজটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল।

সবশেষ খবরে জানা গেছে, লাইটার জাহাজ থেকে তেল বের হয়ে যাতে জীব বৈচিত্রের ক্ষতি না করতে পারে সে লক্ষ্যে কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে কোস্টগার্ড, নৌ থানা ও সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বিপি/এএস

শেয়ার