দেশের জনপ্রিয় ১৫ ব্র্যান্ড প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। সম্প্রতি রাজধানীর ‘লা মেরিডিয়ান’ গ্র্যান্ড বলরুমে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৪তম আসর আয়োজন করে বিবিএফ। অনুষ্ঠানে সারা দেশে প্রায় ১০ হাজার গ্রাহকের সঙ্গে সরাসরি জরিপের ভিত্তিতে ১৫টি ব্র্যান্ডকে নির্বাচিত করা হয়। আয়োজনের ১৪তম আসরে ৩৮টি ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে ১ম, ২য় ও ৩য় ক্রমে গ্রাহকপ্রিয় ব্র্যান্ডগুলোকে সমাদৃত করে বিবিএফ।
এর আগে নিয়েলসেন আইকিউর পরিচালিত একটি গ্লোবাল মডেল (উইনিং ব্র্যান্ডসটিএম) অনুসরণ করে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের সেরা ব্র্যান্ডগুলোকে বাছাই করা হতো। তবে এ বছর দেশব্যাপী প্রায় ১০ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
এ বছরের অ্যাওয়ার্ডে বাংলাদেশের ওভারঅল টপ ব্র্যান্ডস র্যাংকে স্থানীয় ব্র্যান্ডগুলোর অসাধারণ অবস্থান ছিল লক্ষণীয়। এ বছর বিকাশ দেশের সেরা ব্র্যান্ডের মর্যাদা লাভ করে। এ ছাড়া আরএফএল হাউজওয়্যার এবং গ্রামীণফোন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সেরা ব্র্যান্ডের মর্যাদা অর্জন করে।
এ ছাড়া সেরা ১৫ ব্র্যান্ডের মধ্যে রয়েছে ওরস্যালাইন-এন, ক্লোজআপ, রাঁধুনি, লাক্স, ম্যাগি, ফ্রেশ, স্বপ্ন, ইস্পাহানি মির্জাপুর, দারাজ, এসিআই পিউর সল্ট, স্যামসাং টিভি ও প্রাণ ফ্রুটো।
ফ্রেশ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একটি ব্র্যান্ড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড, ভোক্তাদের আস্থা অর্জনের জন্য বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে। গত বছর ব্র্যান্ডটি তার ভোক্তাদের ভালোবাসা পেতে বিভিন্ন বিভাগজুড়ে বেশ কিছু বিপণন কার্যক্রম পরিচালনা করেছে। ফলে এ বছর ব্র্যান্ডটি বিভিন্ন বিভাগে মোট ৬টি পুরস্কার অর্জন করেছে। ফ্রেশ আটা-ময়দা-সুজি, ফ্রেশ রিফাইন্ড সুগার এবং সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার তাদের নিজ নিজ ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছে।
অন্যদিকে, ফ্রেশ সল্ট এবং ফ্রেশ টিস্যু তাদের ক্যাটাগরিতে ২য় সর্বাধিক প্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। এছাড়াও ফ্রেশ মসলা সংশ্লিষ্ট মশলা ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে বছরের পর বছর ধরে ভোক্তাদের আস্থা অর্জনের জন্য সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে ৯ম জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২-এর পার্টনার হিসেবে ছিল নিয়েলসন আইকিউ এবং সহযোগিতায় দ্য ডেইলি স্টার, স্ট্র্যাটেজিক পার্টনার-বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম; নলেজ পার্টনার-মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; টেকনোলজি পার্টনার-আমরা নেটওয়ার্কস লিমিটেড; পিআর পার্টনার-ব্যাকপেজ পিআর।
২০০৮ সালে দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে প্রথমবারের মতো পুরস্কৃত করেছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বছরের পর বছর ধরে বিবিএফ বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে ভালো কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
বিপি/আজাদ