সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১৪ বারে ৫৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ । কোম্পানিটি ৫৫৬ বারে ১৪ লাখ ১৬ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ২ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৪৫৩ বারে ২১ লাখ ৯৯ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৭.৪০ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৩.২৭ শতাংশ, রূপালী লাইফের ২.৭২ শতাংশ, মেঘনা লাইফের ২.২৩ শতাংশ, এডিএন টেলিকমের ২.২১ শতাংশ, আমরা টেকনোলজির ১.৮৩ শতাংশ এবং সোনালী লাইফের ১.৭৪ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস